বসুমতী কাঁদে


আকণ্ঠ বিপদে নীত ভীত সারাক্ষণ
দুরন্ত ব্যথায়  কাঁদে নিঃসঙ্গ ধরণী,
সর্বত্র মৃত্যুর মিছিল নিস্তব্ধ গগন
নীরব শয্যায় ঘুমে নিথর যামিনী।
অসহায়ত্ব ধরিত্রী বিষিত বেদন!
তারই লালিত বক্ষে পোষ্য প্রাণহানি,
ক্ষণিকের নীড় রচা টুটছে বাঁধন
চারিদিকে দীপ নিভে নীরব অবনী।


দিবানিশি চিতা জ্বলে খোঁড়াখুঁড়ি গোর,
ক্ষমা চাহে প্রভূ তরে ব্যথা নাহি সয়;
এত ভারি বোঝা বুকে দম যায় যায়,
ধারণ ক্ষমতা নাই অসার শরীর।
বসুমতী কাঁদে সদা করে হায় হায়;
দিনমান বয়ে যায় উষ্ণ আঁখি লোর।


—অধ্যক্ষ দেলওয়ার হোসেন
     রচনাঃ০৮/০৭/২০২১