ব্রজমোহন কুঞ্জ


মম পুষ্প সৌরভী কলেজ দিনগুলি;
নিতি হাতছানি দিয়ে ডাকে স্বপ্নঘোরে,
নানা রঙের সুখ স্মৃতি কেমনে ভুলি!
ব্যাকুলিত হৃদ মম যেতে নারি ফিরে।
উদীচী চর্চা,ছবি আর মিছিলে চলি;
সহপাঠী বিনে  কে আছে ধরিত্রী নীড়ে?
ত্রাস বিগ্নে শরণ খুঁজি হোস্টেল ফেলি;
গুরু আশিসে মগ্ন পাঠে তবু প্রসরে।


স্মৃতিঘেরা ব্রজমোহন কুঞ্জ সৌরভে;
ঋদ্ধি লভি যৎকিঞ্চিৎ পূত অঙ্গনে,
বিহঙ্গ রূপ ডানা মেলে উড্ডীন নভে;
স্বাদুত্য সময় নাহি পাই এ ভুবনে।
তৃষিত হিসাবীয় জ্ঞান মিটে অর্ণবে;
এমন জীবন ফিরবে কি কোন ক্ষণে?


----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
     ১১/০২/২০১৮