চিকিৎসা সেবা
=============
ডাক্তার চেয়ে নাহি অতি আপনজন
মৃত্যুপথ যাত্রীর বাঁচার সাধ স্পর্শে,
কখনো বুঝি এ পেশার মহত্ত্ব ম্লান;
অপচিকিৎসা আর ভুলে-- অসন্তোষে।
অভিযুক্ত ডাক্তার ক্লিনিক নির্বিশেষে
লাথিতে প্রাণ ঝরে গর্ভবতী সন্তান,
কাঁচি-গজ থাকে উদরে ক্ষেত্র বিশেষে
দালাল দৌরাত্মে কারো জীবনাবসান।


চিকিৎসা সেবা চাহি ন্যায্য অধিকারে--
ডাক্তার দেবতাতূল্য সদা ভাবি মনে,
অপমৃত্যুর শিকারে কেউ নাহি পড়ে;
শান্তি পাক্ রোগি সব ডাক্তার দর্শনে।
অবহেলায় শাস্তি যত অপরাধীর;
ডাক্তার পরশ হোক মায়া-মমতার।


অধ্যক্ষ দেলওয়ার হোসেন
১২ আগস্ট, ২০১৭