আনন্দ সমীর বহে বদ্ধ দ্বার খুলে;
আবেগে নয়ন সলিল গড়িয়ে পড়ে,
একই মানুষ একই রঙের জলে
কালচক্রে ভিন্ন ভিন্ন বার্তা ব্যক্ত করে।
যেথা পরাধীন চিত্র দেখা প্রতি পলে;
করুণ আর্তির গাথা যন্ত্রণাকতরে,
উড়ে হেথা মুক্ত বিহগের ডানা মেলে;
শান্তির সুসমীরণ আজি ঘরে ঘরে।


সময় সভ্যতা থাকে যেন অসহায়
ব্রিটিশরা বিদায়ে ভারত-পাকিস্তানে;
দুঃসহ আর্তি ধ্বনি এখনো বাজে কানে,
জাগে সুরুজ ভারত-বাংলা সদিচ্ছায়।
মুক্ত ছিটমহলে স্বস্তি আসে জীবনে;
পাল্টে চিত্রপট কাঙ্ক্ষিত স্বাধীনতায়।


----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
     রচনাঃ২৮ জুলাই,২০১৮