চুপিচুপি পায়ে তুমি এলে বাতায়নে
নিঃশ্বাসের শব্দ ভাসে মম চারিধারে,
পাঠে মগ্ন মন ভাঙ্গে কৌতুহল ভরে
কিসের নেশার ঘোর পুলকিত মনে।
ভীরু ভীরু বুকে দেখি দ্বিতলে তোমারে
নিঃশব্দে কইলে কথা   নয়নে নয়নে,
এত রাতে কী শুধালে চুপিসারে মোরে;
অজানা সুখ ছোঁয়ায় দোলা লাগে প্রাণে।


কোন্ মায়াজালে বন্দী করলে আমায়
কী তারে নাম দেবো ভেবে নাহি পাই;
তোমা বিনে বিষে সব শান্তি হেথা নাই,
মন মোর সখা তরে উড়ে যেতে চায়।
বিষের দেয়ালে বাধা ব্যর্থ হয়ে যাই;
ইচ্ছে হয় দু'টি প্রাণ চলি অজানায়।


---অধ্যক্ষ দেলওয়ার হোসেন
   রচনাঃ০৮/০৫/২০১৯