দাদাভাই—৩৫
(বইমেলায়)


বইমেলায় মীরাব যায়
দাদার বই কেনার তরে,
দোকানি কে ডাকেন তিনি
তার চাহিদা মেটাবারে।


এটা ওটা ঘেটে সে
দাদার বইটি ধরে,
দাম দিয়ে কিনে বই
সেথায় আসন গড়ে।


একে একে পাতা মেলে
দেখছে মন ভরে,
ভীষণ মগ্ন হয়ে সাহেব
দাদার বইটি পড়ে।


ফুটপাতে এমন পাঠক
দেখছে লোকে ভিড়ে,
কান্ডখানা দাদাও দেখতে
বসে খানিক দূরে।


  রচনাঃ০৬ মে,২০২৩
  ছবিঃএকুশে বইমেলা,২০২৩