দেখো পিছু ফিরে


সময়ের নদী বয়ে নিরন্তর পানে
নির্মম ভাঙ্গন দুখ বসতি উজাড়ে,
উর্বর পলিও রাখে হতাশার ভিড়ে ;
আশা জাগে ফসলের হারানো বেদনে।
হাজার বছর ধরে থাকা পরাধীনে
জ্বলন্ত সূর্যের দীপ্তি আসে একাত্তরে,
মুক্ত ভূমে সুখ কাব্য জানে কি প্রয়াণে!
স্মৃতির জানালা খুলে দেখো পিছু ফিরে।


বদলে গেছে স্বদেশ সোনা ফলে হেথা
তলাহীন ঝুড়ি শ্লেষ—লজ্জিত বাচক ;
দর্শনে সজ্জিত বাংলা বিশ্ব হতবাক,
সুনিপুণ কারিগর রচে কারু গাথা।


যাপিত জীবনে সুখ রক্তঋণে কেনা ;
শোধ নাহি হবে কভু ফেলে রাখা দেনা।


   রচনা:১৬ ডিসেম্বর, ২০২৩