—ডেকো না আমায়—
     (গীতি কবিতা)


ডেকো না আমায় নদীর কলতানে
বিহগের ললিত গানে হে সজনী।


হৃদয়ের নিভৃত কোণে
তব গানের তানে তানে
উথলি ওঠে বানে বানে
অসহনে  নিত্য দিবস রজনী।।


পুষ্প সুরভি যেন ভাসে
দিকে দিকে ছুটে আসে
চেতন হারিয়ে ফেলি নিমেষে
আমি কোথা ভুলে যাই অবনী।।


অধরে তার মুক্তা হাসে
সরোবরে কুমুদ সরসে
সমীরে বহে সুবাস শ্বাসে
সে ডাকে মম নাচে ধমনী।।


শুনি ডাক সদা তার
কণ্ঠে  বাজে মধুর সুর
হায়!ধ্বনিয়া প্রাণ মোর
সইতে নারি বেহাগ রাগিণী।।


   রচনাঃ১৮/০৪/২০২১