দীপ জ্বলেরে
(লোকজ গীতি কবিতা)


দীপ জ্বলেরে জ্বলেরে
সবে দেখতে পায়না রে।।


গগনেতে লক্ষ তারা
তার মধ্যে মাতোয়ারা (২)
যার হৃদয়ে কালি নাই রে
সে অন্তর নেত্রে দেখে রে ।।


তুমি ছাড়া নাই রে গতি
বিনা তেলে জ্বালো বাতি(২)
কাছে পাই না ধরা দেও না
তুমি থাকো সবের অন্তরে।।


কিরণ তব আছড়ে পড়ে
কৌমুদী হাসে এই আসরে(২)
হেথা খুঁজি সেথা খুঁজি
তবু তোমার দরশন মেলে নারে।।


কেঁদে কেঁদে নিশি গেলো
তোমায় কোথা পাবো বলো(২)
কবি  বলে পেতে তারে
ডুব দিও ভব সাগরে( ২)
তার সন্ধান যদি মেলে রে।।


  রচনাঃ ৩ মে,২০২৪।