— দুধমাতা
(গীতি কবিতা)

তায়েফে দুর্ভিক্ষ কালে মক্কাতে যায় দুধ মায়েরা,
হালিমা পায় অমূল্য ধন সব সেরা।।

অভাবে উপহার আশায়
সবে দুগ্ধপোষ্য শিশু লয়
এতিম মোহাম্মদ কে নিয়ে হালিমার ফেরা।।

নিত্য সংসারে চলা অনাহার
ভগ্ন স্বাস্থ্য তখনে দুধ মাতার
এতিম শিশু গ্রহণে তাঁর
ছুটে  রহমতের বারিধারা।।

ফিরে চলেন তায়েফ পানে
সঙ্গীরা অতিষ্ঠ  রবি কিরণে
ধাত্রী মা'র নাই ক্লেশ সে ভ্রমনে
রুগ্ন বাহন দ্রুত চলে গমনে
অবাক বিস্ময় তাকায় সব সাথীরা।।

চড়াতেন মেষ দিনে-দুপুরে
দুষ্টু চক্র বুকে ছুরি মারে
মাকে জানায় দুধভাই দৌড়ে
দুধমাতা কোলে তুলে সুস্থ দেখে আত্মহারা।।

হালিমা সাদিয়া সব শুনে
ছুটে চলেন গণক পানে
বিস্মিত গণক চিৎকার পৌঁছে গগনে
আদর দিলেন গর্ভ ভরে নিজে পাগলপারা।।

   রচনাঃ২৫ মার্চ,২০২৩ ( ২ রমজান)