দুখের প্রত্যয়
------------------------------------------
বর্ণচোরা বর্ণমালা দুখ পরিচয়,
সংগ্রামী এক জীবনে জলন্ত আগুন;
দাহ হয় সর্বক্ষণে শুধু ছাই রয়,
অদ্ভুত অনুভূতি যেন সদা তুল্যহীন।
দুঃখে গড়া যে জীবন নাহি হতাশায়
এক নিটোল সৌন্দর্য উষ্ণ প্রসবণ,
বহুরূপে আগমন অদ্ভুত প্রত্যয়;
নিন্দে মাল্য গলে পড়া নেই অপমান।


মরা কাষ্ঠে লৌহ ঠুকে অশ্রু নাহি ঝরে;
প্রস্তর ভাঙ্গলে পরে রক্ত কোথা বহে?
কয়লায় নাহি জল নিঃস্ব পুড়ে পুড়ে,
যে জনে শোক পাথরে দুখ সঙ্গী রহে
অবুজ শিশু ক্রন্দন যেন সব তরে;
এ জীবন দুঃখময় কিসে সুখ কহে?


----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
    রচনাঃ ১৫ মার্চ,২০১৯