—ইদের বাণী—
    


দিকে দিক খোশ বন্যা ইদ বারতায়;
উচ্ছ্বাসে হিল্লোল বহে মুসলিম প্রাণে,
নতুন পোষাকে সাজে আনন্দ ধারায়—
সিয়াম সাধন শেষে ইদ আগমণে।
সিয়ামে খবর নেই কিবা আসে যায়?
ইদ তার আবশ্যিক দোজখের বিগ্নে!
দেহমন সুস্থ রয় সালাত রোযায়,
পুণ্যবান পুণ্য পায় তারই কল্যাণে।


ঈমান আনে যে জনা স্রষ্টা নিরাকারে,
প্রকৃত মুমিন তারে দোজাহানে কহে,
ইদ আনন্দ কেবল সাজে তার তরে;
অজুহাতে রোযা ভঙ্গ  ইদ তার নহে।
সিয়ামে সম্মান রাখা দায়িত্ব সবার;
খোদার নৈকট্য লভে খাঁটি রোজাদার।


  রচনাঃ১৩/০৫/২০২১