রক্তঝরা একুশ গোলাপ ফোটানোর গান
আমাদের বিদ্রোহী চেতনা
মুক্তির বলিষ্ঠ কন্ঠ
আত্মপ্রত্যয়ের ইতিহাস-ফাগুনের আগুন।
রক্তের আখরে লেখা রাজকাহন
বাঙালির ভাষা আন্দোলনের গর্বিত মিনার
প্রস্ফুটিত সুবাসিত ফুল
বিনে সুতোর মালার অবিচ্ছেদ্য বন্ধন।
জীবনের দাবি মনুষ্যত্বের দাবির স্ফুরণ
জাতির ভাবনা আত্মার আকুলতা প্রকাশ
রক্তাক্ত সংগ্রামের বহ্নিশিখা
দাবগ্নির মত জ্বলে ওঠা-
কোটি কোটি বাঙালির প্রাণ।
মুখে মুখে নির্ভিক অগ্নি স্লোগান
মুক্তি পাগল ভাষা সৈনিকের বুক
মায়ের আঁচলে মমতার ছায়া সুখ
বাঙালির দুর্বার দুঃসহসীর প্রমান।
ফাগুন পুত্রহারা মায়ের ক্রন্দন
ভাইহারা বোনের বেদনা
স্বজনহারা জাতির করুণ ইতিহাস
স্বাধীনতার রক্ত শপথের ক্ষণ।
উথলে ওঠা বাঁধভাঙ্গা জোয়ারের টান
জনতার রুদ্ররোষে কম্পিত শোষকের প্রাসাদ
সরোবরে জন্ম নেয়া ফুটন্ত রক্ত পদ্ম
ফাগুন লাল সূর্যের উদয়ন।


    রচনাঃ২০/০২/২০২০