-----------------------------
ভায়র্তে শিউরে উঠি সেই ঘটনায়,
একাত্তরে সেই ক্ষণে কান্না চিৎকারে
বিষন্ন সবাই আসে ঘরের বাহিরে,
কিছু আঁচে বাবা ঠেলে কচুরি ডোবায়।
মম খোঁজে অস্ত্র ধরে বাবা নিরুত্তরে,
রক্তাক্ত নিথর সবে ~ সমি!সে কোথায়?
পাকিস্তানি অত্যাচারে সব ছারখারে;
নিরীহ মানুষ মারে মুক্তিসেনা ভয়।


যুদ্ধ শেষে দেশ দেখি পোড়ামাটি লাশে
হন্যে হয়ে খুঁজি মম বোনের সন্ধান,
প্রহর গুনি তারই আগমন আশে;
পথ চেয়ে অশ্রুজলে ভাসে দু'নয়ন।
সোনার বাংলা পেলাম ফিরে সবিশেষে;
ফিরে না স্নেহের সমি!দিয়ে যায় প্রাণ।


---অধ্যক্ষ দেলওয়ার হোসেন
    রচনাঃ১২ মার্চ,২০১৯