অনিন্দ্য সুন্দর উপহার ধরিত্রীর;
প্রাণিকুল মুগ্ধ ফুলের রূপ-সৌরভে,
বিভোর মনে উড়ে বেড়ায় মধুকর,
সৌন্দর্যের মায়াডোরে  বন্দি করে সবে।
পুষ্প সুধায় মানবও পাগলপারা,
দুঃখ এ চিত্তে ক্ষণিকে তার খসে পড়া।
প্রভাতে ফোটা ফুল বিকেলে ঝরে যায়,
মানব জীবন  নাহি চিরদিন রয়।


গভীর সাযুজ্য খুঁজি পুষ্প প্রাণ সাথে,
ধরাধামে বাঁচার বাসনা চিরকালে,
কঠোর সাধনায় মানব কীর্তি গাঁথে,
স্মৃতিময় রূপ-রস নাহি তার ভালে।
ফুলের মত বিকশিত জীবন হয়,
কালের স্রোতে সবে বাঁধন ছিঁড়ে যায়।


-অধ্যক্ষ দেলওয়ওয়ার হোসেন
২৮/০৭/২০১৭