জাগো নারী
======
জাগো নারী বলীয়সী ; নত নাহি শির
শপথ শক্তিতে মুছে ফেল অপমান--
রুখ যত বিপত্তি অন্যায় অবিচার,
প্রতিবাদী কন্ঠে বলি দাও নির্যাতন।
পুরুষ সমান্তরালে হও আগুয়ান;
সাঙ্গ কর সামাজিক বিভেদ রেখার
মাতা ভগ্নি জায়া তুমি--অধিক সম্মান,
প্রভুত্ববাদী হটাও,লয়ে অধিকার।


এ বিশ্বে মহীয়সী নারী জীবনাদর্শে--
জীবন গড়ো শিক্ষায় আত্ম-পরিচয়ে;
সমাজে সকল কর্মে উদ্ভাস আলোয়ে,
জেগে ওঠো স্ববশে গরীয়সী পরশে।
পামর লালসা দাহ চিতাগ্নি শিখায়;
শৌর্য-বীর্যে লিখ নাম গগন চূড়ায়।


-----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
      ০৪আগস্ট, ২০১৭
(নিপীড়িত লাঞ্ছিত নারীদের প্রতি।)