স্বপ্নিল জীবন বাঁধা আশার নিগড়ে
সময় গন্ডি বড় বেদনার্ত নিষ্ঠুর,
নদী স্রোতের মত অপেক্ষা নাহি করে
বাসনা পূরায় যথোচিত ব্যবহার।
অতিক্রান্ত কোন ক্ষণ কভু নাহি ফিরে
মিতব্যয়ী থাকে ডুবে কর্মে  নিরন্তর,
কালনিষ্ঠা জীবন ফুলে-ফলে ভরে
অপচয়ে বদ্ধ করে সাফল্যের দ্বার।


নিয়ত যাপিত জীবন পূর্ণতা আনে
দীর্ঘতরে নামান্তরে তারই হরণ,
সহস্র লক্ষ্যে চলা একবিন্দু জীবন
আলস্য দোষে সতত সবে পিছু টানে।
গতি যুগে সুর ধ্বনি সময়ই ধন;
মূল্যে আঁধার কাটে হাতছানি সোপানে।


------অধ্যক্ষ দেলওয়ার হোসেন
       রচনাঃ৭/৮/২০১৮