— ঝরে যাওয়া এক বর্ষ—
    


পৃথ্বী জুড়ে বহমান বদলের ধারা
নতুনের ছাড়পত্র পায় কোনো ক্ষণে,
শাখে পত্র-পল্লব নব প্রাণে ফেরা
দিকে দিকে সাজ সাজ তপ্ত সমীরণে।
উৎসবে মেতে ওঠে ঘুচে যেন জরা
পান্তা ইলিশ খাওয়া—বাবু একদিনে,
শত কবি গুণ গায় কবিতায় ভরা
ধরাতে ফোটায় ফুল প্রীতির বন্ধনে।


অতীত সাত কাহন স্মৃতি পটে ভাসে;
এক বর্ষ ক্ষয়ে যায় সব জীব-জড়ে
ইতিহাস হয়ে রয় শুধু পাতা বাড়ে,
অযথা গরব শত; মুছে নব আশে।
পুরাণ বিদায় ক্ষণে—আরেক হাজিরে;
প্রকৃতি সতত খেলে,  নতুন না আসে।


  রচনাঃ১৪/০৪/২০২১ (বাঙালি'র নব বর্ষে)