জীবন বিন্দু


পদ্ম পত্রে বারি বিন্দু যেমতি দোলন,
উপমা জীবন সাথে ভেবে দেখে কে রে!
ভ্রমেও লভিনু  জ্ঞান লালায়িত মন
লুব্ধ আশা নিয়ে বাঁচা ভ্রমি নিত্য ক্ষরে।
যাচি প্রফুল্ল প্রভাত কুসুমিত ঘ্রাণ,
তরুচয় বসুন্ধরা প্রত্যাশা সংসারে
মিষ্ট রোদেলা অরুণ কুহেলি আঁধারে
মৃদুমন্দ সমীরণ  সুরভিত মন।


শৈশব যৌবন গত সায়াহ্ন আগত
আশার আকাশে আজি মেঘমালা ভাসে,
ছিন্ন হিমানী সদৃশ বাঞ্ছা উবে যত;
জ্বলিত অন্তর ক্ষরে বিষ বাঁশি নাশে।
কোথা চলে কলনাদ সাধ মনোগত;
দুঃখময় এ জীবন বুঝি বেলা শেষে।


   —অধ্যক্ষ দেলওয়ার হোসেন
      রচনাঃ২৮/০১/২০২২