(আয়না সনেট)


কহে জীবন জলকে জ্ঞানীজন বাণী,
নহে জল সদা ক্ষণে জীবন রূপিণী।
জলে ভাসে ঘর-বাড়ি বন্যার তান্ডব,
মলে জলে বিপর্যস্ত দূষণে প্রভাব।


ক্ষেতে শস্য পঁচাগলা জোটেনা আহার;
পেতে সাহায্য উন্মুখ গোনছে প্রহর।
গ্রাসে নদী আবাসন স্রোতে অগ্নিমুখী,
নাশে প্রাণ জলে ডুবে বানবাসী দুখী।


জল নামলেও কভু জ্বালা নাহি থামে,
সম্বল সব নিঃশেষ অন্ধকার নামে।
ঋণ লয়ে ভিখদশা দিতে নাহি পারে;
বান আসে যখনই অশ্রুবারি ঝরে।


ফিবছর বাস্তহীন বাড়ে জ্যামিতিকে;
যার ঠিকানা নিশ্চিহ্ন বেদনা শোনে কে?


রচনাঃ১৪/৮/২০২০