ক্ষমা করো
(গীতি কবিতা)


ক্ষমা করো প্রভূ অধম পাপীরে
ঠাঁই  দিও তোমার দয়ার চরণে।


কত যে অন্যায় করেছি নিভৃতে
মম জীবন যৌবনে তা কে জানে!


অন্তরযামী তুমি বলতে পার কেবলই
তোমার অসীম শক্তি দিব্য দরশনে।


সালাত হলো বেহেশতের চাবি জানি
ভুলেছিনু হে রব, প্রতি ক্ষণে ক্ষণে।


তুমি বিনে কী আছে গতি জগত সংসারে
সকল প্রার্থনা তাই মুক্তি লভে তব কল্যাণে।


বিশ্ব প্রতিপালক  তুমি ভরসা তুমিই মহান
মম নামটি রেখ বেহেশতের শ্রেষ্ঠ  কাননে।


  —অধ্যক্ষ দেলওয়ার হোসেন
    রচনাঃ১৩/১১/২০২১