ক্ষণ কালের অতিথি


চামর ঢুলায় কাশে নদ-নদী তটে--
শুভ্র মেঘের আঁচল ধোয়া নীল পথে;
জ্যোস্নার দুধ-সাগরে ডুব দিয়ে ওঠে,
স্বর্ণ কিরণ ঝর্ণায় রানী আসে রথে।
শিশির স্নাত দূর্বায় ঝলমল প্রাতে;
শাপলা কুমুদ মেলা বসে জল হাটে,
সমীরে হরিৎ ক্ষেতে ঢেউ খেলে সাথে
আলো-ছায়ার খেলা জুড়ে মহী মাঠে।


ক্ষণিক অতিথি হয়  শারদীয়া রানী;
বৈচিত্র হারায় কভু বর্ষা ক্ষুধা গ্রাসে,
পূজা-পার্বণে তবে  মুখর ধরণী;
প্রতীক্ষা প্রহর গুনে সবে ছুটি আশে।
সাহিত্যে ঋদ্ধ শারদ হর্ষ গীতে সুরে;
চন্দ্রালোকে পুঁথি পাঠ যায় প্রাণ ভরে।


         রচনাঃ ০৬ সেপ্টেম্বর, ২০২৩ (সংশোধিত)