প্রতীক্ষায় কার তরে ভিখারি হৃদয়
নিশিদিন শূন্য হাতে  ফেরা আশাহীনে,
চিত্ত শান্তি নাহি মেলে  অতৃপ্ত তৃষায়
বেলা বহে সবে যায় চাহি পথ পানে।
তিমির যামিনী আসে  কাটে বেদনায়
যাহা পাই তা হারাই ভাসি অশ্রুবানে,
দ্বারে দ্বারে খুঁজি তারে হারালো কোথায়
পথের ক্লান্তি বিস্মৃত প্রাপ্তির বাসনে।


সময় বহে নোঙর;সায়াহ্ন দুয়ারে—
আজি ভাবি সব ভুল অলীক স্বপন,
মরিচিকা পানে ছুটা বৃত্তের বাইরে;
বাঞ্ছার পাথারে ডুবে তৃষিত যৌবন।
কোথা জ্বলে প্রীতি শিখা কোন্ সিন্ধুপারে;
ক্ষুধিত হৃদয় চাহে তারই দর্শন।


----স্বরচিত
   রচনাঃ২৯/০২/২০২০