কোন্ তটিনী তীরে


কচি পাতায় আলোর নাচনে
মনে জাগে তোমায়
আনন্দ হিল্লোলে দোলায় আমায়
ফুল ফুটবার পুলকিত দিনে,
বন-বনান্তে কাননে কাননে
পারিজাতের রংয়ের কোলাহল
বর্ণাঢ্য সমারোহ হেরি নয়নে নয়নে
ভালোবাসা ভরা গাথা লিখেছিনু
স্তব্ধতার আড়মোড়া ভেঙে
ব্যাকুল হৃদয়ের টানে।
লতা ফুলের রঙ মাখা চুলে
লাল পেড়ে বাসন্তী শাড়ি পড়ে
শেষ বিকেলে সরিৎ কোলে
বসে ছিলে দখিনা সমীরে।
বাজলো মম হৃদয় বাঁশি
স্পর্শ করেছিলো কি সে সুর!
নিভৃতচারিনী মনোহরা উদাসী
অজানা রয় সময় বয়ে যায় বহুদূর!
আজও বয় ফাগুন বায়
ফিরে আসে বারে বারে
ভুলতে নারি সায়াহ্ন বেলায়!
ভিড়িয়েছো তরী কোন্ তটিনী তীরে?


রচনা:২০ ফেব্রুয়ারি, ২০২৪(ঢাকা)।