করোনা ত্রাসে
(গীতি কবিতা)


শঙ্কাভরে চলা যাপিত জীবনে হে বিশ্ব বিধাতা,
দাও প্রাণে প্রাণে প্রতি ক্ষণে ক্ষণে, কৃপা বারতা।


করোনা ত্রাসে আজি বিশ্ব গ্রাসে, অসহ্য যাতনা–
সহস্র প্রাণ নাশে সব দেশে দেশে, কোথা সান্ত্বনা!
কোন্ পাপে সাজা পিষ্টে তব প্রজা, শুধাও দেবতা।।


ক্ষীণ আশা মনে নিভু নিভু প্রাণে,চাহে বাঁচিবারে–
শেষ বার তরে প্রিয়মুখ দেখিবারে সুযোগ কোথা রে।
এত নিঠুরে জীবন না হলো প্রয়োজন,হে অন্তর জ্ঞাতা।।


কোথাও নেই শান্তি অতিশয় শ্রান্তি, বিষে ভারি লাগে–
থমথমে জনপদে ব্যাকুলে সবে কাঁদে, সদা শঙ্কা জাগে।
শুধাও করুণাময় কেমনে শাপ মুচি হায়!দয়ালু দাতা।।


গৃহে গৃহে বন্দিদশা নাহি কোন আশা,দিশা নাহি পাই–
শ্রম বাধা জিঞ্জিরে ক্ষুধিতে কে দেখে রে,উপায় জানা নাই।
বুঝিনা মতি বিশ্ব পতি, কোন বাণী মানেনা–
কী হবে গতি কোথায় যতি, উত্তর না জানা।
মনোহর নিখিলে ভয়ঙ্কর সংহার, বাঁচাও ত্রাতা।।


–অধ্যক্ষ দেলওয়ার হোসেন
  রচনাঃ২৭/০৩/২০২০