কুসংস্কার
-----------------
মনের অন্ধ বিশ্বাস যুক্তি নাহি মানে;
সত্যের তুলাদন্ডে না;ভাবাবেগে চলে,
মুক্ত হতে নারে কভু লেখাপড়া  জনে!
জ্ঞান-বিজ্ঞানও বন্দি কুসংস্কার জালে।
মজ্জাগত অভ্যস্তেই তিথি-দিন গুণে!
অন্তঃপুরে বদ্ধ নারী ভ্রান্ত প্রথা ফলে;
সতীদাহ নাহি র'ল প্রেতাত্মারা টানে,
কর্ম চেষ্টা ফেলে আশ নিতে চায় ভালে।


সবই লালিত বুঝি স্বার্থসিদ্ধি তরে
মুক্ত বুদ্ধি ঢেকে যায় হীন মনোভাবে;
মানবতা নাশ রীতি; অন্ধকারে ডুবে,
পশ্চাৎপদ ভূমিতে বাড়ে সবিস্তারে।
মুক্ত চিন্তা তরে দাও গোঁড়ামিরে বলি;
বাঁচুক জীবন-প্রাণ বিজ্ঞান পথে চলি।


----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
      সংশোধিত:২৪/১১/২০২৩