কুসংস্কারে আচ্ছন্ন


জড়-জীব নিয়ে গড়া বিপুলা ধরণী
অমিত বল মানুষে— শিক্ষা সত্যে জ্ঞান ;
নিগূঢ় রহস্য দ্বার খুলেছে বিজ্ঞান,
বিস্ময় সম্ভারে ভরে গোটা অবনী।
কু-প্রথা ধর্মান্ধে জাতি; গ্রাসে নেয় শনি
যোগসূত্র নাই থাক্ অন্ধ আস্থা পণ,
নিষ্কর্মা অদৃষ্ট সঁপে তুলে ধর্ম ধ্বনি;
লোকাচার মান্য করে নব যুগে জন।


কুসংস্কারে রাখে আস্থা ঠকে পথে-ঘাটে
গোঁড়ামি আঁকড়ে ধরে মুক্ত চিন্তা নাশে,
স্বীয় গোর নিজে খুঁড়ে; বুঝে অবশেষে
প্রযুক্তি যুগে সবই, পৌঁছে  মাঠে বাটে।
অন্ধ বিশ্বাসে মানুষ পড়ে ঘূর্ণিপাকে;
বিজ্ঞানে চিন্তা চেতন মুক্তে বান ডাকে।


   রচনাঃ০৬ মে,২০২৩