মম ধরিত্রীর একবর্ষ


নব অরুণ আলোয়ে উজ্জল সদন,
শুভ একবর্ষ কাটে হৃদয়ে হিন্দোলে;
তুল তুলে পায়ে চলে মঞ্জীর কল্লোলে
সুন্দর বিকাশে বয়ে পুলকে পবন।
সোমের কিরণ তরী ভেসে চলে পালে
ক্লান্ত নেই মগ্ন কাজে ব্যস্ততা ভীষণ!
হৃদের স্পন্দন মম! যেতে নারি ভুলে!
আজি মোর ধরিত্রীর ভূমে আগমন।


সওগাত বিধাতার নন্দিত অন্তর ;
শতায়ু হও জীবনে প্রত্যাশা স্বজনে
কীর্তিতে গগন সম বাড়ন্তে ভূধর
বিজয় রথ চলুক বাধা বিঘ্নহীনে,
মহত্ত্বের পথে সদা উদিত ভাস্বর ;
দো'আয় গেঁথো সবার স্নেহের বাঁধনে।

   রচনাঃ২৯ সেপ্টেম্বর, ২০২২
   (একমাত্র পৌত্র মীরাব মাশহাদ শিকদার
    —এর প্রথম জন্ম বার্ষিকীতে।)