মধুর ক্ষণে
(গীতি কবিতা)


হায়!এমন মধুর ক্ষণে,
পিউ ডাকে বনে
অলি উড়ে ফুলে
বাজে বাঁশির সুর।।


ফুলেল সৌরভে মাতোয়ারা মন
হৃদয় ছুঁয়ে যায় কে সেই সুজন,
বারে বারে আসে ক্ষণে ক্ষণে হাসে
এত কাছে এসে-
সে যে থাকে বহুদূর।।


সুখ সাগরে ডুবে
থেকো সদা তবে
আনন্দ বন্যায় ভেসে চলো ভবে।
দুঃখের জীবন বুঝে না কখন!
সুখের প্রজাপতি মধু নেয়ার মতি
দুঃখীজনের কথা
নাহি বুঝে ব্যথা
তারা অলীক স্বপনে বিভোর।।


   রচনাঃ২৬/০২/২০২০