মসলিনের মৃত্যু
========


এত সূক্ষ্ম বস্ত্র তৈরি মানবে অসাধ্য
নিশ্চয় মসলিন পরিদের নৈবেদ্য;
বাতাসে গেরোয় বোনা ঢাকাই বসন,
বিশ্ব বিস্ময় তরে বহুজাতি কথন।
ফুটি কার্পাস সূক্ষ্ম কাটুনি বঙ্গ নারী;
সম্রাজ্ঞীদের কদর ঐতিহ্যের শাড়ি।
বাংলার তাঁতির ধৈর্যে শৈল্পিক বুননে
ম্যাচ বাক্সে এক শাড়ি রাখতো নির্বিঘ্নে।


আভিজাত্য ধ্বংসে ব্রিটিশ নেয় কৌশল;
নির্মমতায় কর্তন তাঁতির আঙ্গুল।
ইংল্যান্ড বসনে বাধা বাজার প্রসার;
মসলিনে আরোপন অবিশ্বাস্য কর।
ফ্রান্স চীন অটোমান সম্রাজ্যে আদৃত;
হাজারো বছরের ঐতিহ্য আজ মৃত।


-----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
          ২১ আগস্ট, ২০১৭