প্রকৃতি-লোকে রুদ্র পাবকের তান্ডবে;
তৃষ্ণাদীর্ণ মাঠ-ঘাট প্রান্তরে বিক্ষোভ;
ধূলি-ধূসর রুক্ষতার এ আবির্ভাবে,
'লোলুপ চিতাগ্নী শিখায়' সব নিরব।
নিদাঘ রোদের নিষ্ঠুর দীপ্তি দহনে,
এ মৌনী তাপকের অগ্নিস্রাবী দৃষ্টিতে;
গগন-পবন বসুমতি তপবনে,
ভয়াল মূর্তিতে ভরপুর তাথৈ-নৃত্যে।


ছায়া সুনিবিড়ে নেই ঠাঁইয়ের স্থান;
শীতল সমীরণ ধরিত্রি বক্ষে নাই,
তৃষিত প্রাণি খুঁজে হেথায় সুখ পাই,
কোথা যাই?  চারিদিকে শুধু হুতাশন।
যবে তপ্ত অন্তরীক্ষে মিলায় বরষা;
তবে নীড়ে চলে শান্তির অমিয় আশা।


-----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
     রচনাঃ ২৫ মে,২০১৭