মৃত্যুর ব্যবধান
          


জীবন গতির স্থিতি কোন এক ক্ষণে,
নৈসর্গিক বিধিচক্র এই ধরিত্রীর।
চাঁদ সুরুজ যেমতি নিয়ত ঘূর্ণনে;
পূর্বমত সব জ্বলে তারা গগনের,
নদের জোয়ার ভাটা চলে প্রতিদিনে;
ভাঙ্গা গড়া লীলা খেলা নিত্য কর্ম তার,
অমার আঁধার কাটে পূর্ণিমা কিরণে;
তেমতি যন্ত্রণা নয় কতেক মৃত্যুর।


কতকে অসহ্য জ্বালা গোটা বিশ্ব নড়ে;
এমন বিয়োগে কভু কেউ নাহি আশে।
শঙ্কিত!এখনি বুঝি নভ ভেঙ্গে পড়ে;
বান জলে নদ-নদী অস্তিত্ব বিনাশে,
তারা দলে খসে খসে বৃষ্টি ফোটা ঝরে;
জীবনের তাল-লয় অন্ধকারে মিশে।


—অধ্যক্ষ দেলওয়ার হোসেন
   রচনাঃ০৮/০৪/২০২০