ঘনঘোর বরষণ মুখর আষাঢ়ে
সিক্ত ধরণী তরুরাজি চঞ্চল প্রাণে,
যৌবন ভরা তটিনী উথলে ওঠে
ঘুঘু ডাকে পল্লির গহিন বনে।


হৃদয় ডাকে মম গগন রবে
এমন  মুখর অঝোর বরষণে ;
সুখের ভেলায় ভাসিতে ভাসিতে
অর্ণবে ডুবি সিক্ত হয়ে দু'জনে।


গগন পানে চাহি আরো হস্ত প্রসারে;
সুখ সলিলে বসন সিক্ত তনু মনে,
শিশু বনে ভুলি সব মাঠে লুটায়ে
কাদা-নীরে খেলিতে হংস মিথুনে।


রচনাঃ১০ জুলাই,২০১৯