নগরে জলজট
==========


অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাপনা;
মিশে যায় ময়লা স্তূপ সড়ক পথে
যখন তখন পরিপূর্ণ আবর্জনা,
পানিতে একাকার সামান্য বৃষ্টিপাতে।
সড়ক পথ যেন চৌচির খাল-বিল
যাত্রীসহ যান-বাহন লুটিয়ে পড়ে,
বিপর্যস্ত নগর জীবন---চলাচল;
কারো ভাঙ্গে হাত-পা কারো জীবন ঝরে।


যান সংকটে দিশাহীন নগরবাসী
সড়ক পথে নৌকায় চড়ে অথৈ জলে;
অসীম ক্লেশে সবে গন্তব্যে ছুটে চলে,
কোথাও মিলায় যানজট কর্মনাশী।
বর্জ্য জলে দুর্গন্ধ---বিপন্ন পরিবেশ;
অঝোর বর্ষণে ভোগান্তির নাহি শেষ।


------অধ্যক্ষ দেলওয়ার হোসেন
        ০৬ আগস্ট,২০১৭