নারী যথার্থ


নারী যদি থেমে যায়, থেমে যাবে গোটা বসুমতি
স্মরণীয় অবদানে দীর্ঘ লড়াইয়ে অধিকারে—
নারী জয়ে জাতি জয়, মিলেমিশে সুখ নীড় গড়ে;
জাগে নারী পৃথ্বী জাগে, নারী সমতায় অগ্রগতি ।
যোগ্যতার তুলাদন্ডে, সমহারে নারী আনে গতি,
শ্রমশক্তি কভু চলে নর চেয়ে বেশি শক্তিধরে!
নিষ্ঠা চোখে দেখা তারে সম্মানিত হয় মাতৃ জাতি
স্রষ্টার যাথার্থ সৃষ্টি  নারী বিনে ছায় অন্ধকারে।


নারী ছাড়া বাড়ি রচা, আজগুবি অলীক কথন!
দাসত্ব প্রথার ভূত, চাপে বিকৃত পুরুষ কাঁধে—
উন্নতি স্বপন বোনা,ভ্রান্ত! সম শ্রম শক্তি বাদে!
নারী নয়কো কখনো শুধু প্রীতি আঁচলে ভূষণ;
কথিত প্রবাদ আছে, 'যে রাঁধে সে-ই চুল বাঁধে '।


  রচনাঃ০৮ মার্চ,২০২৪।