নাশি তাড়াও
(গীতি কবিতা)


অসীম শক্তিময়,ওহে দয়াময় বিপদে সদয় হও
অসহায়ে জন তার নিবেদন শুধুই রোদন, তার পানে চাও,
নিভু নিভু প্রাণ গুনছে যে ক্ষণ, বারেকে তাকাও।।


থমকে গেছে আজ, এ ধরিত্রীর কাজ, টানিয়া উঠাও।
পবিত্র কাবায় তাওয়ফ নাহি হয়, কোথা যাব হায়!পাপীরে বাঁচাও।
মমতা তৃষায় হৃদয় শুকায়, মমতা সুধা দাও।।


প্রিয়জন লাশ দেখিবারে শেষ,আশা নাহি পুড়ে
মরণে যে জন কাছে নাহি স্বজন, এমন নিষ্ঠুরে
এ বসুধা নীড়ে বিষে ছাতি ধরে, এ ব্যথা মুছাও।।


করোনা তান্ডবে জীবন দীপ নিভে, চাই না এ ভবে
উপাসনালয়ে ভক্ত শূন্য রয়ে, প্রার্থনা কবে হবে!
যত দাও বেদনা করাও চেতনা, রেখ না করোনা–
এ নাশি তাড়াও।।


   রচনাঃ৩০/০৩/২০২০