নেশাগ্রস্ত

নেশার অনলে পুড়ে তরুণ জীবন,
অজগরে পাকে পাকে ফেলেছে জড়িয়ে
পল্লির পাঁদারে বসে এদের সেবন,
প্রান্তরে চলে এখন শহর ছাড়িয়ে।
যোগাতে নেশার অর্থ চৌর্যবৃত্তি লয়ে;
জন বিত্ত লুঠে এরা ভয় দ্বিধাহীন
নেতায় সিদ্ধিতে পুষে লেঠেল বানিয়ে!
পথে ঘাটে যারে তারে করে অসম্মান।


এ সমাজে নেশাগ্রস্ত  বড় অভিশাপ!
এতই লম্বা শেকড় নাই প্রতিকার,
ক্ষেত্রমতে পিতামাতা করে অহংকার!
অপত্যরে নিয়ে নেই কোনো শোক তাপ।
নেশায় মজে যে জন নিষ্কৃতি না পায়;
পাড়াতে নিরোধ গড়ে যদি ফল হয়।


রচনাঃ০৪ মে,২০২৩