—নিম্নচাপ—


নিম্নচাপে ধ্বংসলীলা দুঃখের পাথার;
ভেঙ্গে পড়ে বৃক্ষরাজি ডুবে ঘর-বাড়ি,
ক্ষতিগ্রস্ত জনপদ বাড়ে অনাহরি—
শূন্যতলে গৃহ রচে সহিষ্ণু ব্যাপার!
দ্বিমুখী তান্ডব মাঝে পিষিত শরীরী,
জলেতে কুমির শঙ্কা ডাঙ্গাতে বাঘের—
সাঁড়াশি আক্রমে প্রাণ, যায় যায় ছাড়ি,
প্রকৃতির বৈরিতায় সাধ্য কী প্রাণির!


পরিবেশে বন্দী লোক দাসত্ব স্বীকারে
কষ্ট সহে নিরবধি সমন্বয় আশে,
অযুত নিযুত প্রাণ— আর নাহি ঝরে;
নিয়ন্ত্রণে চেষ্টা শত  খানিকটা বশে।
তথাপি যন্ত্রণা রয় রুদ্র মূর্তি তরে;
শান্তি নীড় বোনা সাধ সকল মানুষে।


       রচনাঃ১৭/০৫/২০২১