নীড় বাঁধি
(গীতি কবিতা-লোকজ)


কারে লইয়া বাঁধি রে নীড়
ওহে, প্রাণ সখা রে আমার।


তোমার লাগিয়া দিবা নিশি—
উদয় অস্তে রবি শশী,
বসে আছি একাকী অপেক্ষায় তোমার।।


বিজন বেলায় কদম তলে—
গাঁথি মালা তাজা ফুলে,
তুমি না আসিলে রে  বন্ধু!
কার গলায় পড়াই গাঁথা সেই ফুল হার।।


কত বিনিদ্র যামিনী গেলো—
বারে বারে হৃদয় ভাঙ্গলো,
তোমা বিহনে এই জীবনে মোর—
নয়নে দেখি অমানিশার ভীষণ ঘোর আঁধার।।


শীত বসন্তে পুষ্প বনে—
অলির প্রীতি ফুলের সনে,
মধু নিয়ে যায় রে বন্ধু!
অভাগিনীর দুঃখের কথা কে শোনে রে আর।।


   রচনাঃ১৬/০৬/২০২১