নিরন্নে মরণ
(সনেট)


শ্রমজীবী লোকে আজি ধুঁকে আগ্রাসনে
জীবন স্খলিত দীনে প্রত্যন্ত অঞ্চলে,
করোনা গ্রাসেছে আয় মজুর জীবনে
ক্ষুধিতে ডরে না কভু মরণ ছোবলে।
মৃত্যু চিন্তা নস্যি রয় ক্ষুধা নিবারণে,
কাজ কিবা ত্রাণ আশে ছুটে পলে পলে
অধরায় স্বর্ণ মৃগ— না জোটে কপালে;
ভুখা নাঙ্গা ঋণগ্রস্ত হন্তা আক্রমনে।


পরাস্ত লকডাউন— ক্ষুধার নিকটে
দুর্দশার মুখোমুখি কর্মহীন লোকে,
কাজ বড়ই দুষ্প্রাপ্য ভালে নাহি জোটে
নয় করোনায়,ক্ষুধায়—মৃত্যু ধুঁকে ধুঁকে।
বেকার দিনমজুরে যাপিত জীবন;
অবলম্বন রয় শুধু নিরন্নে মরণ।


   রচনাঃ১৯/০৬/২০২১