অথৈ নীরে
(গীতিকবিতা—লোকজ)


মোরে ভাসাইয়া অথৈ নীরে
লুকালে তুমি কোন্ আগারে।।


ওরে লুকোচুরি কী জ্বালারে
জানে যে তখন সে অনলে পুড়ে।।


ডুব দিলাম গভীর জলে
হেথায় তোমায় পাইবো বলে
ওরে সত্য আশায় খুঁজি তোমারে
হায়!তব সন্ধান মেলে নারে
কুল কিনারাহীন অর্ণব গভীরে ।।


তুষের দহনে জ্বলে হৃদয়
কেমনে বোঝাই এত জ্বালা হায়!
কী সুখ পাও শুধাও আমায়
বিষের বানে জর্জর হয় রে
যায়যায় প্রাণ পাখি উড়ে।।


তবু একবার দিও রে ধরা
না হইও তুমি হৃদয় হারা
সুখে সইবো পিরিতে জ্বালা
জনম জনম থাকতে চাই রে
তব দয়ার প্রেম বাসরে।।


রচনাঃ২৫/০৪/২০২৩