অভিগ্রস্ত আদুরী


অভাবে অভিগ্রস্ত গ্রাম্য শিশু আদুরী;
অবুজ মনের আনকোরা বিগ্ন মেয়ে,
গৃহকর্মী বনে পল্লবীর এক বাড়ি।
গৃহকর্ত্রীর পাক্কা পিঞ্জরে বন্দি হয়ে,
আঘাতে ক্ষত-বিক্ষত নিত্য অসহায়ে
রক্তাক্ত করে শরীর--- পষাণ পামরী।
মুমূর্ষু! মৃত ভেবে ডাস্টবিনে নির্দয়ে
ফেলে দেয়---দজ্জাল অসুরপত্নী নারী।


অপকর্মে বিচারকের নিকতি ভারী;
আইনী কঠিন নিগড়ে দর্প চূর্ণিত,
ঘৃণা তীরে বিদ্ধ গৃহকর্ত্রী নিগৃহীত,
জোটে দুর্বিষহ নিঃসঙ্গ জেল কুটরি।
তার প্রতিক্ষণ যাক্ অনুশোচনায়;
নিপীড়িত জীবন কত যাতনাময়।


অধ্যক্ষ দেলওয়ার হোসেন
০৭/০৮/২০১৭