পদ্মা সেতু
(গীতি কবিতা)


বাঙালির আবেগ আছড়ে পড়ে
পদ্মা সেতু ঘিরে দেশজুড়ে।


পদ্মার ঢেউয়ের চেয়ে ভয়ঙ্কর
সেই  ঢেউ  বিশাল স্বপ্ন জয়ের
বাধভাঙ্গা স্রোত যেন জনতার
মিলে যায় গণভিড় বহুদূরে।।


পিতার স্বপ্ন সোনার বাংলার
রূপায়ণে মহীয়সী  কন্যা তাঁর
দিবা-যামে উন্নয়নে ছুটছেন দুর্বার
স্থপতি স্বর্ণকন্যা দিলেন স্বপ্ন সেতু গড়ে।।


বঙ্গবন্ধু কন্যার অভিধানে
অসম্ভব বলে নেই কোনোখানে
জাদুকরী পরশ পড়েছে সবখানে
তিঁনি আছেন জনতার হৃদয় কোটরে।।


স্রোতঃস্বিনী পদ্মার বুকের ওপর
নেই ভিড় চলে হাজারো যানের বহর
শান্তির সুবাতাস পায় পারাবার
ধন্য শেখ হাসিনা জাতি কৃতজ্ঞ তোমা তরে।।


  রচনাঃ ২৫ জুন,২০২২