সোনালি ধানের ঝিলিকে পাহাড় হাসে;
সবুজ বনের আঁকাবাঁকা ভাঁজে ভাঁজে,
জুমিয়া নারী-পুরুষের প্রাণ উচ্ছ্বাসে
শ্যামলে-হরিতে উঁচু ভূমি নব সাজে।
পাহাড় ঢালে জঙ্গল কাটে মাঘে-পৌষে
অগ্নিদাহে প্রস্তুতি ফাগুনে কৃষিকাজে,
ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ঐতিহ্যের জুমচাষে
সুঁচালো দা-য়ে গর্ত খুঁড়ে রোপিত বীজে।


লাঙ্গল কিংবা ট্রাক্টর বিনে ভিন্ন তরে
ফসল ফলায় এ অভিনব কৌশলে,
ধান পাকে আশ্বিনে বর্ষায় সব্জি মেলে;
পাহাড়ি অঞ্চলে তখন আনন্দে ভরে।
অর্ধ-বর্ষ সেবা-যত্নে ফসলের সুখ;
কখনো পাহাড় ধসে নেমে আসে দুখ।


------অধ্যক্ষ দেলওয়ার হোসেন
      রচনাঃ ০৪/১০/২০১৭, ঢাকা।