—পথ ভুলে—


ঘুরেছি ভিখারি বেশে কত দেশে হায়!
করুণার লেশ নেই, কোথা তার ঠাঁই?
কেউ নাহি শুনে ব্যথা ভেঙ্গেছে হৃদয়!
বুকভরা হাহাকার শুনাতে না চাই।
পাথরে শরীর গড়া কাহারে শুধাই;
ভিতরে লোহার খাঁচা জীবন কোথায়?
জ্ঞাত নাহি আগে কভু কী জানাবো ছাই!
কে জুড়াবে দগ্ধবুক অশ্রু কে মুছায়।


নিঃস্বার্থের দেখা নাই এই ধরাতলে
অহর্নিশ ব্যস্ত সবে আপনার তরে,
কিছুই নাইকো যাচি, আসা পথ ভুলে
না করি মলিন মুখ যেতে চাই ফিরে।
স্বার্থপর এই ভূম মানবতা কাঁদে;
অন্ধ নিঃসঙ্গ ধরিত্রী, বন্দি নিজ ফাঁদে।


—অধ্যক্ষ দেলওয়ার হোসেন
   রচনাঃ২৩/০৩/২০২১