---------পশু সে জনে--------


ভীষণ বেদনায় নয়ন জলে ভাসে;
মাতৃত্ব স্বাদে মা সন্তান প্রসবকালে,
অশ্রু ছাপিয়ে তৃপ্তির হাসি ফুটে আসে
যখনি নবজাতক দোলে মাতৃকোলে
আনন্দের থৈ থৈ স্রোত বহে নব আশে
বেদনার সাগর ভাসে সুখের জলে
মাতৃত্ব জঠর জ্বালা সহে দশ মাসে;
বড় করে তারে আদরে সকল ভুলে।


অপত্য নাহি বলে তারে--পশু সে জনে;
জন্মদাত্রীকে গো-শালে রাখে বন্দি করে,
কোন অনুতাপ নাহি মাতৃ নির্যাতনে
জমি আশে পাপীষ্ঠ কাজ ধরিত্রী নীড়ে।
পুত্র পাপে কাঁপে বসুমতি সীমাহীনে;
গর্ভধারিনী দেহে রক্ত ঝরে প্রহারে।


------অধ্যক্ষ দেলওয়ার হোসেন
------রচনাঃ২৯ মে,২০১৮