শিশু শব ভেসে ওঠে নাফ নদী তীরে;
অমানবিক বিষে বিপন্ন প্রাণহীন,
পিলে চমকে না বা দেখেনা দেহটারে
খাদ্য বস্তুরূপে পায় শিয়াল-শকুন।
হিংস্র মৃতভোজীর মত ঘাতক তরে
ফুটফুটে শিশু কেন রোহিঙ্গা সন্তান?
জলে ভেসে ভেসে জানিয়ে যায় নিথরে --
নির্বাক আকুতি ও নিষ্ঠুর নিপীড়ন।


পরাভূত মানবতা মূর্তি কেঁদে ক্লান্ত;
নেই বাঁচার মিনতি নিথর নিষ্প্রাণ,
চোখ বুজে নীরবে জানায় অভিমান;
চিল-শকুনরা তবুও হিংস্র অশান্ত।
চিত্ত ছোঁয়া এ ছবি নির্মম বিশ্ব দেখে;
কাঁদে বায়ু-জল কাঁদে মায়া-প্রাণ শোকে।


------অধ্যক্ষ দেলওয়ার হোসেন
      ১৪ সেপ্টেম্বর, ২০১৭