প্রাণপাখির জন্মদিনে


আমার হৃদয়ের স্পন্দন
মীরাব মাশহাদ শিকদার,
শরৎ প্রাতে অরুণ আলোয়ে
ধরিত্রীপুরে  আগমন তার।


এক বর্ষ কেটে যায়
স্নেহে সোহগে আদরে,
আজি প্রথম জন্মদিনে
ভাসে ভালোবাসার উপহারে।


বেড়ে ওঠা বাবার ভরসা কাঁধে
মায়ের মমতা মাখা আঁচলে,
ফুপীর সাথে খুনসুটি
কেঁদে ফেলে  না পেলে।


দাদা-দাদি সান্নিধ্যে যখন
আদরে ভরে চুম্বনে চুম্বনে,
নানা-নানি অতি প্রিয়
নাহি ছাড়ে পায় যখনে।


মামাদের দেখা মেলে
তখন আর নাই ভয়,
হাত বাড়ায় নিতে কোলে
বিশ্ব করতে জয়।


নেই ক্লান্তি নেই শ্রান্তি
সারা ঘর বিচরণ,
তুল তুলে পায় চলা
সময় নেই ব্যস্ত ভীষণ।


হাতের কাছে যা পায়
ফেলে দেয় বাইরে,
ফুপীর দরজা বন্ধ দেখলে
ডাকাডাকি উঁচু স্বরে।


দাদা পুত্র পৌত্র
তিন প্রজন্মের জন্মদিন,
সেপ্টেম্বরে ভিন্ন ভিন্ন পক্ষে
শুচি শুভ্র শারদীয় ক্ষণ।


প্রথম জন্ম বার্ষিকীতে
মম প্রাণ পাখির প্রতি,
সুবিশাল আকাশসম ওঠো বেড়ে
বিশ্ব জুড়ে  হোক তব খ্যাতি।


    রচনাঃ২৯/০৯/২০২২