পিতৃত্বের হারমানা


এক ছবি ভাসে সমাজ নয়নে—
পিতার পদ যুগল আঁকড়ে ধরে সন্তান,
নিত্য রোগি তরে যেতে আকুতি ভরা বারণ,
সেবার কাছে পিতৃত্ব হার মানে।


তাঁকে যেতেই হয় মানবিকতার টানে;
পিতা স্বর্গ পিতা ধর্ম হেথায় অসার,
এ আবেগ মূল্যহীন ডাক্তার পিতার;
ভারী বায়ু বহে আদুরে সন্তান ক্রন্দনে।


তিলমাত্র বিচ্যুত নহেন দেশ প্রয়োজনে
সংসার তুচ্ছ  মানব সেবাই ধর্ম;
দায়িত্বে অবিচল এটাই কর্ম,
সঙ্গ নিরোধ ভাঙ্গে স্বীয় প্রাণ অবসানে।


কোন্ সান্ত্বনা বাণী এর প্রতিদানে!
মানবতার ফেরিওয়ালা চির নিদ্রিত;
ছাতকে মাতা-পিতা পাশে শায়িত,
চির তরে পিতৃ স্নেহ হারায় শিশু সন্তানে।


    রচনাঃ১৯/০৪/২০২০
    (শহিদ ডাঃমঈন স্মরণে।)