(আয়না সনেট)


জীবন বন্দি আগারে ভীষণ যন্ত্রণা;
দিন দিন ভয়াবহ অসহ্য করোনা।
প্রকৃতির প্রতিশোধ সত্যিই নিষ্ঠুর!
মানুষের নিয়ন্ত্রণ চেষ্টা বার বার।


সে অসীম শক্তিধর!নিয়ন্ত্রণহীনে,
বশে নেই,উল্টো বন্দি নিজেই সদনে;
বিষণ্নতা সব যেন ঘরে বাঁধে বাসা,
চিন্তা জাগায় মনে পাই নাকো দিশা।


ঘাড়ে নিশ্বাস ফেলছে নাশি ভাইরাস;
করে হু হু ভেতরটা কারো দেখে লাশ।
তাজা তাজা প্রাণ ঝরে অস্থির জীবন,
সাজা ভোগে সবে রোষে সব শক্তিহীন।


নাশে আতঙ্ক ঘাতক চেষ্টা বিশ্বজুড়ে;
বাসে বায়ু চাই নিতে শ্বাস প্রাণভরে।

—অধ্যক্ষ দেলওয়ার হোসেন
   রচনাঃ১০/৮/২০২০